তুমি আসবে বলে উন্নিদ্র রাত কাটিয়েছি,

ভেবেছি সঞ্চার হবে অযুত হাসির মেলা,

জাঁকজমক ভাবে দুয়ারে আগমনী বার্তা বেজেছে,

তবে তুমি নয়, এসেছে তোমার অবহেলা।


তোমার জন্য চৈত্রের বুকে বৃষ্টি নামিয়েছি,

যত্ন করে ভেঙে দিয়ে মেঘের মন,

অসময়ে নামা বৃষ্টির বেগে ঝরে গেলে,

হেমন্তের খামে পেলাম বিষাদের সাদর সম্ভাষণ।


তুমি হাসবে বলে পাহাড়ের কান্না থামিয়েছি,

হঠাৎ থেমে গিয়েছিল তটিনীর বক্ষে জাগরণ,

ভেবেছি হাসির জোয়ারে দুঃখের নিধন হবে,

সুখ মুখ ফিরালেও, হয়েছে শোকের রোপণ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024