|
Date: 2024-02-23 07:35:53 |
চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকায় ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ)মোঃ হারুন অর রশিদ, এএসআই (নিঃ)মোঃ এমরান ভুইয়া, এএসআই (নিঃ)মোঃ নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সনিয়ে(২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ০৬.৫৫ মিনিটে চৌদ্দগ্রাম থানাধীন ০৬ নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা তাকিয়া আমগাছ কবরস্থানের পাশে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি (APACHE RTR 4V)মোটরসাইকেল উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হবিগঞ্জ থানার কাশিপুর গ্রামের সালেক মিয়ার ছেলে মোঃ বিজয় (১৮), ব্রাহ্মণ পাড়া থানার বালিনা গ্রামের আব্দুল মতিন এর ছেলে ছালাউদ্দিন (২৪) ও হবিগঞ্জ থানার বালিনা গ্রামের মোঃ মজিদ আলীর ছেলে মোঃ সাদেক মিয়া (২০)। গ্রেফতারকৃত আসামী মোঃ ছালাউদ্দিন এর বিরুদ্ধে পূর্বের ০৩ টি ও মোঃ সাদেক মিয়ার বিরুদ্ধে ০২ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024