|
Date: 2024-02-21 12:58:42 |
জেলার ঝিলংজা জানার ঘোনা মডেল একাডেমির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ফ্রেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান শিক্ষক বোরহান উদ্দিন সভাপতিত্বে ও মাষ্টার আব্দুর রহিমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাহাদুর।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও একুশে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। স্কুলের সিনিয়র শিক্ষিকা আরিফা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। স্কুলের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম শ্রেণির ছাত্র তাহসিন মাহমুদ (রাইয়ান) তিন ক্যাটাগরিতে দুটিতে প্রথম ও একটিতে দ্বিতীয় সহ তিনটি পুরুষ্কার জিতেন।এ ছড়াও বিজয়ী ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা সকল ছাত্র/ ছাত্রীর মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।স্কুল সাজানো হয়েছিল সুন্দরভাবে। ছাত্র ছাত্রী র পাশাপাশি বিভিন্ন শ্রেণির অবিভাবক ও এলাকাবাসির উপস্থিতিতে অনুষ্ঠানের আনন্দে ভিন্নমাত্রা যোগ করে। স্কুলের শিক্ষক/শিক্ষিকা, অবিভাবক ছাড়া ও এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সুলতান আহমদ , মহিউদ্দিন আহমেদ, মো. আব্দুল হক,ফিরোজ আহমেদ, আব্দুল রহিম, মৌলানা নুরুল হক প্রমুখ।
© Deshchitro 2024