লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। 

লাখাইয়ে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪। 

পূর্বান্হে ১২-০১ মিনিটে উপজেলা পরিষদ এর অভ্যন্তরে অবস্থিত শহীদ মিনার এ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা ও  থানা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি)  মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। 

আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পজীব কর্মকর্তা একেএম শাহেদ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024