|
Date: 2024-02-21 11:56:09 |
কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় পথচারী এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মো. ইয়াছিন (৭) উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথের সড়ক দিয়ে মো. ইয়াছিন হেঁটে যাচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় স্থানীয়রা এগিয়ে গেলে চালক গাড়ী ফেলে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, নিহত শিশুর মরদেহ স্বজনরা বাড়ীতে নিয়ে গেছে।
© Deshchitro 2024