১৯৫২’র মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস-২০২৪’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে অমর একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আজ।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে ডিবি রোড স্থ ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস-২০২৪’ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী প্রমুখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর একে একে উপজেলা পরিষদ, ডোমার থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ বিভিন্ন সরকারি দপ্তর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।

তারপর ক্রমান্বয়ে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন, জাতীয় পার্টি সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বেসরকারি দপ্তর/ব্যাংক, বীমা-সমবায় প্রতিষ্ঠান সহ সাংবাদিক, সামাজিক, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান ও বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা সভাপতি জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024