আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে  বর্ণমালা র‍্যালি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার(২১ ফেব্রুয়ারী)  সকাল ৯ টায় সংগঠনটির দক্ষিণ তেমুহনিস্থ দলীয় কার্যালয়ের  সামনে থেকে বর্ণমালা র‍্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন গিয়ে শেষ হয়৷ 


এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আন্তজার্তিক মাতৃভাষার তাৎপর্য ও ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


জেলা সভাপতি মোঃ রেদওয়ান হোসাইন এর সভাপতিত্বে ও এবং সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ  লক্ষ্মীপুর জেলার সভাপতি ডাঃ নাছির আহমেদ  এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,  লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি, মাওলানা নুরুল আলম মূসা, জেলা সাবেক সভাপতি মাওলানা তানভীর হোসাইন সহ আরো অনেকে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024