কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনাসভা ও শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনামূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নাগেশ্বরী সরকারি কলেজ সংলগ্ন ঝরনা মেমোরিয়াল প্রাইভেট শিক্ষালয়ে সোমবার বিকালে এ অনুষ্ঠান হয়। নাগেশ্বরী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং কচাকাটা কলেজের প্রভাষক আব্দুল জলিলের সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, বিশেষ অতিথি নেওয়াশী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক খাদেমুল ইসলাম, কাশিপুর কলেজের প্রভাষক আহসান হাবিব, ভুরুঙ্গামারী পাইলট একাডেমির সহকারী শিক্ষক পরেশ চন্দ্র, ঝরনা মেমোরিয়াল প্রাইভেট শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আফসার আলী আশাবিদ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024