গত ১৮ র ফেব্রুয়ারী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গনে ৩দিনের নারী উদ্যােক্তা  মেলা ও বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জে পি দেওয়ান, ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, ভূমি অফিসার তমালিকা পাল,নারী উদ্যােক্তা  সাবিনা আক্তার শিউলী, ফাহিমা আক্তার পপি, তানিয়া রহমান, শারমিন আক্তার সাথি,তাহমিনা রহমান, রাশেদা আক্তার, সানজিদা আক্তার  সহ ও অন্যন্যা নেতৃবৃন্দ, 


মেলায় প্রায় ছোট বড় মোট ১৭টি  মত স্টল  রয়েছে,স্টল  গুলো রবিবার থেকে মঙ্গলবার  পতিদিন সকাল ৯টা থেকে সন্ধান ৬টা পর্যন্ত খোলা থাকে, মেলায় নারীদের পোষাক, দেশীয় কুঠির শিল্প, পোষাধ ধনী, শিশুদের খেলনা,বিভিন্ন রকমের পিঠা, ও ফলমুলের চারা পাওয়া যাবে,


নির্বাহী অফিসার জে পি দেওয়ান বলেন চৌদ্দগ্রাম এই প্রথম নারী উদ্যােক্তা মেলার আয়োজন করা হয়েছে, মেলায় ঘুরে সন্তুষ্টি  ও কৃতজ্ঞতা  প্রকাশা করেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024