|
Date: 2024-02-13 09:32:33 |
কক্সবাজারের উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান সম্পুর্ণ হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন। তিনি নবাগত শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের আশা এবং ইচ্ছে পূরণের আশ্বস্ত প্রদান করেন।
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম।
চলতি বছরে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লটারীতে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।
© Deshchitro 2024