|
Date: 2024-02-10 00:11:33 |
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত উপজেলা পর্যায়ে দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন শৈলকুপা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের প্রাণকেন্দ্র কবিরপুর অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব ভবনে নবীন প্রবীণ সদস্যদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে আহ্বানকৃত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শান্তিপূর্ণ আলোচনা হয়। এসময় গঠনতন্ত্র অনুযায়ী দ্বিবার্ষিক কমিটির নির্বাচনী প্রস্তুতি ও সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করা হয়। সিনিয়র সাংবাদিক মাসুদুজ্জামান লিটনের সভাপতিত্বে সাধারণ সভায় দ্বিবার্ষিক নির্বাচনের বিষয়ে স্বদেশ বিচিত্রার প্রতিনিধি ও প্রধান সমন্বয়কারী মো. এনায়েত হোসেনের প্রস্তাবনায় আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024