সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে  সংরক্ষিত মহিলা সদস্য  ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি (দোয়াত কলম) ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকেয়া মোসলেম উদ্দিন (ফুটবল) পেয়েছেন ১৫১ ভোট। ২নং ওয়ার্ডে শাহনওয়াজ পারভীন মিলি (মাইক) ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুন্নাহার মুন্নি (বই) পেয়েছেন ১১৭ ভোট। ৩নং ওয়ার্ডে শিল্পী রানী মহালদার (ফুটবল) ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোজিনা পারভীন (দোয়াত কলম) পেয়েছেন ৯৮ ভোট। সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে (তালা) ইন্দ্রজিত দাস বাপী (বৈদ্যুতিক পাখা) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৩৫ ভোট। ২নং ওয়ার্ডে (কলারোয়া) আমজাদ হোসেন (টিউবওয়েল) ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মতিয়ার রহমান গাজী (অটোরিক্সা) পেয়েছেন ৪৪ ভোট। ৩নং ওয়ার্ডে (সদর) সৈয়দ আমিনুর রহমান বাবু (অটোরিক্সা) ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী গোলাম মোস্তফা (তালা) পেয়েছেন ৩০ ভোট। ৪নং ওয়ার্ডে (দেবহাটা) নজরুল ইসলাম (তালা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী আল ফেরদাউস আলফা (হাতি) পেয়েছেন ৬১ ভোট। ৫নং ওয়ার্ডে (কালিগঞ্জ) শেখ ফিরোজ কবির (টিউবওয়েল) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ফজলুল হক (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৪ ভোট। ৬নং ওয়ার্ডে (আশাশুনি) আব্দুল হাকিম (তালা) ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মহিতুর রহমান (হাতি) পেয়েছেন ৪৫ ভোট। ৭নং ওয়ার্ডে (শ্যামনগর) গোলাম মোস্তফা (হাতি) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মাকসুদুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৬১ ভোট। উল্লেখ্য, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024