|
Date: 2024-02-09 09:53:02 |
নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গতকাল দিনব্যাপী উপজেলার বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। আরডিআরএস বাংলাদেশের নাগেশ্বরীর আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সমৃদ্ধি কর্মসূচির বেরুবাড়ী শাখার সমন্বয়কারী ইকবাল শাহাদতের সঞ্চালণায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আরডিআরএস বাংলাদেশ এর রংপুর অঞ্চলের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা। এ সময় আরও বক্তব্য রাখেন বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান, বেরুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, প্রবীণ কমিটির সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
© Deshchitro 2024