|
Date: 2024-02-08 15:06:47 |
শেরপুরে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ। জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সদরের ইউএনও (ভারপ্রাপ্ত) ইফফাত জাহান, ঝিনাইগাতীর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন, শ্রীবরদীর ইউএনও ফৌজিয়া নাজনীন, নালিতাবাড়ীর ইউএনও ইলিশায় রিছিল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বালক-বালিকার পৃথক ৫০ ও ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, গণিত দৌড়সহ ৬টি গ্রুপের ৩০টি ইভেন্টে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন। বৃহস্পতিবার বিকেলে ডিসি আব্দুল্লাহ আল খায়রুম ও অন্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
© Deshchitro 2024