|
Date: 2024-02-04 08:21:13 |
◾ মারুফ মজুমদার : নাঙ্গলকোট স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( এনএসএসিইউ)–র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টগণতান্ত্রিক পন্থায় এসোসিয়েশন সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভোট প্রদানের মাধ্যমে আগামী ২০২৩-২৪ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন চবির মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ বিভাগ( ২০১৭-১৮ সেশন)-র শাহরিয়ার হোসেন, এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগ (২০১৮-১৯ সেশন)-র ইশতিয়াক হাসান।
এ প্রসঙ্গে সদ্য সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, 'প্রাকৃতিক সৌন্দর্যের আতুড়ঘর খ্যাত চবির বুকে একখণ্ড এনএসএসিইউয়ানদের সার্বিক উন্নয়নের সক্রিয়ভাবে কাজ করতে পারব ভেবে খুব খুশি। এক্ষেত্রে সবার সহযোগিতা একান্তই কাম্য।'
সাধারণ সম্পাদক ইশতিয়াক হাসান বলেন, 'মানবজীবনের সবিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি গুণাবলির মাঝে নেতৃত্ব একটি বিশেষ গুণ। একজন শিক্ষার্থী হিশেবে এই গুণটি রপ্ত করার প্রয়াস চলছে।এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য। বরাবরের মতই শিক্ষাসফর, চড়ুইভাতি, ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার বাইরে গিয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ব্লাডগ্রুপ ক্যাম্পেইন, কৃতি সংবর্ধনার আয়োজন করার ইচ্ছে আছে, যদি সবার সার্বিক সহযোগিতা থাকে।
পাশাপাশি এসোসিয়েশনকে সামনে এগিয়ে নিতে সবার মতামত, পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। সবাই মিলে আরো কিছু স্বর্ণালি সময়ের সাক্ষী হতে চাই। এগিয়ে যেতে চাই বহুদূর।'
সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া ফারাজানার সঞ্চালনায় অনুষ্ঠানে চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর মো. রুহুল আমিন বলেন, ' শিক্ষার্থীরা সুশিক্ষার পাশাপাশি ভালো মানুষ হবে।নিজে আলোকিত হয়ে অন্যকে আলোকিত করবে। তবেই জাতীয় উন্নয়ন সম্ভব হবে। '
এসময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম-র ভাইস প্রিন্সিপাল ফিরোজ আহম্মদ,চট্টগ্রামস্থ নাঙ্গলকোট সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক রবিন ভূঁইয়া,
ঢালুয়া ইউনিয়ন সমিতির সম্মানিত সভাপতি আমিন জসিমসহ আরো অনেক গুণীজন এবং সাধারণ শিক্ষার্থীরা। নতুন কমিটির সভাপতি মো.শাহরিয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক হাসান সংগঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাঙ্গলকোট উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সবাইকে একসঙ্গে নিয়ে চলার মূল লক্ষ্য নিয়ে ২০০৫ সালে নাঙ্গলকোট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এনএসএসিইউ) প্রতিষ্ঠিত হয়।যার বর্তমান সদস্য সংখ্যা ২৫০ জন।
© Deshchitro 2024