স্মৃ‌তিচারন, কুশল বি‌নিময়, সম্মাননা প্রদান, প্রীতিভোজ, দেশীয় ও আঞ্চ‌লিক গা‌নের সু‌রের মূর্ছনায় আবেগঘন এক মিলন‌মেলায় প‌রিনত হয় ক‌বিত‌া চত্ত্বর। কক্সবাজা‌রে প্রায় ৫০ বছরে এসে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘ‌রের এই মিলন‌মেলায় অংশ নি‌য়ে‌ছেন চারশোর বেশী খেলাঘ‌রিয়ান। যেখানে স্মৃতিচারণ করেন কক্সবাজারে খেলাঘরের প্রতিষ্টাকালীন সদস্য আশীষ ধর,সৃষ্টিব্রত পাল,কমরেড দ্বীলিপ দাশ, রতন দাশ, সাংবাদিল মুহম্মদ আলী জিন্নাতসহ অনেকেই।



বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদা‌য়িক এক বাংলা‌দেশ বি‌নির্মা‌নে শিশু কি‌শোর কি‌শোরী‌দের ম‌ধ্যে খেলাঘর কাজ ক‌রে যা‌চ্ছে ব‌লে জানা‌লেন মিলনমেলার আয়োজল কক্সবাজারে জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না ও সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন।



শনিবার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে আবে‌গের এই মিলন‌মেলায় কক্সবাজা‌রে খেলাঘ‌রের ২৬‌টি শাখার নানা বয়‌সের খেলাঘ‌রিয়ান‌দের সমা‌বেশ ঘ‌টে‌ছে। ত‌বে সবারই অনুভূ‌তি, চাওয়া-পাওয়ার সুর যেন একই।


শিশু, কি‌শোর কি‌শোরী‌দের কেউ কেউ এইসংগঠ‌নের সা‌থে যুক্ত হ‌য়ে‌ছেন একমাস বা দুই মাস হ‌লো। তারাও জান‌লেন তা‌দের অনুভূ‌তির কথা। তারা জানান,খেলাঘর তাদের ভালোলাগার জায়গা।


নতুন প্রজন্ম‌কে নি‌য়ে সাম‌নে এগি‌য়ে যাওয়ার প্রত‌্যয়ের সুরও‌ ছিল আয়োজকদের ক‌ন্ঠে।



র‌্যা‌ফেল ড্র আর খেলাঘ‌রের শিল্পী‌দের গা‌নের গা‌নের সু‌রে সু‌রে শেষ হয় খেলাঘ‌রিয়ান‌দের এই মিলন‌মেলা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024