|
Date: 2024-02-03 08:49:40 |
দেশের বৃহত্তম শিশু কিশোর সংগঠন খেলাঘর কক্সবাজারের মিলনমেলা অনুষ্ঠিত হবে শনিবার। সমুদ্র সৈকতের কবিতা চত্বরে অনুষ্ঠিত হবে এই মিলন মেলা। খেলাঘর কক্সবাজার জেলার আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই মিলনমেলায় চার শতাধিক খেলাঘরিয়ান অংশ নেবে বলে জানান খেলাঘর কক্সবাজার জেলার সভাপতি সুবিমল পাল পান্না।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন জানান, ১৯৭২ সালে কক্সবাজারে খেলাঘরের যাত্রা, সেই থেকে যারা খেলাঘরের সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে যারা সংগঠক হিসেবে কাজ করছে এরকম ৪ শতাধিক খেলাঘরিয়ান ইতোমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।
তিনি জানান,শনিবার সকাল ১০ টা থেকে কবিতা চত্বরে শুরু হবে এ মিলনমেলা, থাকবে স্মৃতিচারণ,সাংস্কৃতিক অনুষ্ঠান,সম্মাননা প্রদান ও প্রীতিভোজ। টিটিএন এ আয়োজনের মিডিয়া পার্টনার।
© Deshchitro 2024