একপাশে ব্যাডমিন্টন খেলছে মেয়র এবং এক্সিয়ান অন্যপাশে ২ জন কাউন্সিলর। কেউ একে অপরকে ছাড় দিতে রাজি নয়। অবশেষে ফলাফলহীন শেষ হল তাদের খেলা।


এটি ছিলো শুক্রবার সন্ধ্যায় মাঠে গড়ানো কক্সবাজার পৌরসভা মেয়র গোল্ডকাপ আন্তঃ জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার দৃশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে মাঠে খেলায় নেমে পড়েন মেয়র।



উদ্বোধনকালে মেয়র বলেন, কক্সবাজার পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ইনডোর এবং মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।


এসময় তিনি জানান, কক্সবাজারে প্রতি বছর জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হবে।


খেলোয়াড়েরা জানালেন, মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর কারণে এরকম টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। এজন্য ধন্যবাদ দেন মেয়রকে।



টূর্ণামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৫০ টি দল। তারমধ্যে দ্বৈত উন্মুক্ত ২৩টি, একক ১২টি, ৪০ বছরের উর্ধ্বে ১০টি ও ৫০ বছরের উর্ধ্বে ৫টি দল।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024