|
Date: 2022-10-17 11:16:23 |
সারাদেশের ন্যায় ১৭ অক্টোবর সোমবার জেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলায় বিপুল ভোটে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবীর রুমান ৫৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ১৮৭ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়াও আরেক স্বতন্ত্র তালা প্রতীকের প্রার্থী মোঃ জাকারিয়া বিষু ৭ ভোট পেয়েছেন। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে জেলা পরিষদ নির্বাচন-২০২২, ১৭ অক্টোবর সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে শেরপুর জেলা পরিষদ নির্বাচনে মোঃ হুমায়ুন কবীর রুমান মোটরসাইকেল প্রতীক, অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি আনারস প্রতীক ও মোঃ জাকারিয়া বিষু তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা পরিষদ সদস্য নির্বাচিত করা হয়। এসব প্রার্থীদের মধ্যে একাধারে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিজয়ের শেষ হাসি হাসলেন। উল্লেখ্য, ইভিএম পদ্ধতিতে এ ভোট অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024