কক্সবাজার শহরের হোটেল সিগাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামক এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে ওই হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


ট্যুরিস্ট পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গাজী এম শওকত হাসান কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অশোক তলা এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার এসে ওই হোটেলে উঠেন।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী এম শওকত হাসান গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন। হোটেল সিগালের তৃতীয় তলার নিজ কক্ষে তিনি অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে থাকলে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পুলিশের তথ্যসূত্রে জানা যায়, তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন কর্মচারী ছিলেনন।


এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024