|
Date: 2024-02-01 13:04:03 |
শ্যামনগরে প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির ৬৫ নং দক্ষিণ আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ানের বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল কবীর। প্রধান অতিথি বক্তব্যে প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ানের কর্মময় জীবনের সফলতার দিক তুলে ধরেন।
বিদ্যালয়ের এস এম সির সভাপতি মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিদায় সংবর্ধিত প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি গণেশ চন্দ্র মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা বেগম, দিলরুবা ইয়াসমিন, জিয়াউর রহমান, শিক্ষার্থী অভিভাবক বাদল মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ান বিদ্যালয় উন্নয়নে, শিক্ষার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে গেছেন।
প্রধান শিক্ষক রবীন্দ্র নাথের বাড়ী বুড়িগোয়ালিনী ইউপির খাসকাটা গ্রামে। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি ৫৩ নং চাঁদনীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯০ সালের ২৩ শে জুলাই সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতার পেশা শুরু করেন। পরবর্তীতে ২০০০ সালের ১ জানুয়ারী প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পান। ২০০২ সালের ১ জানুয়ারী ৬৫ নং দক্ষিণ আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন।
ছবি- প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ান।
© Deshchitro 2024