রাজবাড়ীতে ৬ শত সুবিধা বঞ্চিত নারী ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ।



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এম এম এস মুক্তি মহিলা সমিতিতে ২ শত ও অসহায় নারী  ঐক্য সংগঠন ৩ শত এবং গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাতে ১ শত শীত বস্ত্র কম্বল বিতরণ শেষে  প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে  সামিয়া নামে  প্রতিবন্ধী শিশুকে  একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় দৌলতদিয়া এম এম এস মুক্তি মহিলা সমিতির হলরুমে ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অফিস কক্ষে গোয়ালন্দ উপজেলার প্রশাসনের আয়োজনে সুবিধা বঞ্চিত ৬ শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জয়ন্তী রুপা রায় , গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,মহিলা ভাই চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা দুর্যোগ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. সাঈদ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, অসহায় নারী ঐক্য  সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, এম এম এস  মুক্তি মহিলা  সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম,প্রজেক্ট ডাইরেক্টর মো.আতাউর রহমান মঞ্জু  প্রমুখ। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024