আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে দু'দিনের মৎস্য মেলা সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) মহেশ্বরকাটি মৎস্য সেটে সুপণ্য মৎস্য মেলা শেষ হয়েছে। 

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের সুপণ্য মৎস্য মেলা মহেশ্বরকাটি মাছ বাজারে মাছ চাষিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। "সাসটেইনেবল এন্টারপ্রাইজ  প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের আওতায় মেলায় ক্ষুদ্র মৎস্য উদ্যোক্তা চাষিরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে উপস্থিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায়, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সহায়তায় জানালা বাংলাদেশ এর আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল জক ডাবলু। আড়ৎদার হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জানালা বাংলাদেশ লিমিটেড এর মার্কেট এক্টিভেশন ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ মোঃ নাজমুল হক আশিক, আড়ৎদার অনাঙ্গ মন্ডল, বিকাশ চন্দ্র বাছাড়, সুকুমার দাশ, সেকেন্দার আলী, আরিফুল ইসলাম, সুবোল সানা, অশোক দাশ, আঃ ছালাম, ব্যবসায়ী মাছুম বিল্লাহ, রাজা, প্রকাশ বাছাড়, দেবাশীষ মন্ডল, তায়জুল ইসলাম, রাজিব মন্ডল, জোহর আলী, রঞ্জন দাশ, সাস বুধহাটা ব্রাঞ্চ ম্যানেজার বিজয় কৃষ্ণ মন্ডল, এসআরএম সুশান্ত ঘোষ, আ রহমান, প্রোগ্রাম অফিসার রিপন হোসেন, পরিবেশ কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024