‘ক্যামেরায় গাঁথি শান্তির গল্প’- এ প্রতিপাদ্যে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীসহ প্রযোজনা ভিত্তিক কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাগরতীরের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এর ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের সহযোগিতায় কক্সবাজারের ২৫ জন তরুণ-তরুণীদের মাঝে এই সনদ প্রদান করা হয়।



ফ্লিমস ফর পিস ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর রাগিব হাসানের সভাপতিত্বে ও কক্সবাজার জেলা সমন্বয়ক মারুফ বিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী ও বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী লুসি তৃপ্তি গোমেজ সহ আরো অনেকে।


এসময় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী বলেন কক্সবাজারের তরুণদের স্মার্টফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ ও স্যোশ্যাল মিডিয়া থেকে উপার্জন সহ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তৈরি করে কিভাবে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে সেটিই আমাদের ক্যামেরায় গাঁথি শান্তির গল্প প্রোগ্রামের মুল উদ্দেশ্য।


এসময় তিনি আরো বলেন শান্তি, সুশাসন এবং সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এই আয়োজন এবং তরুণদের ক্যামেরার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। পরে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024