|
Date: 2024-01-29 11:38:42 |
মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের সদর উপজেলার ইশ্বরপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
২৯ জানুয়ারি (সোমবার) ভোর রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাট জেলার সদর উপজেলার ইশ্বরপুর এলাকা হতে ৭৮ বোতল ফেন্সিডিলসহ ইশ্বরপুর এলাকার আব্বাস মন্ডলের ছেলে জিল্লুর রহমান (৫৫) ও একই এলাকার জিল্লুর রহমানের ছেলে উজ্জল হোসেন (৩৫) কে গ্রেফতার করে র্যাব-৫।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়
গ্রেফতারকৃত আসামী জিল্লুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন ইশ্বরপুর এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-৭৮ বোতল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024