|
Date: 2024-01-27 16:00:37 |
◾ কাব্য সাহা : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ধানমন্ডি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে স্হায়ী ক্যাম্পাস পূর্বাচলে (কাঞ্চন ব্রীজ সংলগ্ন) স্থানান্তর হয়েছে।
ধানমন্ডি ক্যাম্পাসকে স্মৃতিতে ধরে রাখতে স্টেট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (সুবা) ৭৭, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ক্যাম্পাসে এক মিলনমেলার আয়োজন করে৷ সুবার সভাপতি ডা: শওকত আরা হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূইয়া রাসেল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুবার উপদেষ্টা ও সিনিয়র এলামনাই প্রফেসর ডা: এ এস এম গিয়াস উদ্দিন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়৷ অনুষ্ঠানের শুরুতে সুবার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে স্মরণ করে শোক প্রস্তাব পাঠ করেন সুবার সাধারণ সম্পাদক ইব্রাহিম রাসেল।
ক্যাম্পাসের বিদায়ের মুহুর্ত ধরে রাখতে অনেকে ফটোসেশান করেন। © ফাইল ছবি |
অনুষ্ঠানে এলামনাই বৃন্দ ক্যাম্পাসকে নিয়ে তাদের স্মৃতিচারণ করেন এবং অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলামনাইবৃন্দ ক্যাম্পাস ঘুরে ঘুরে তাদের পুরোনো দিনের স্মৃতিগুলো সবাই সবার মাঝে স্মরণ করেন।
ক্যাম্পাসের বিদায়ের মুহুর্ত ধরে রাখতে অনেকে ফটোসেশান করেন। সে-সময় ভাপা পিঠা, চিতই পিঠা, জিলাপি, বেলপুরী ও চায়ের চুমুকে সবাই আনন্দে মেতে উঠে। প্রায় ২ হাজার এলামনি এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের সহযোগী পার্টনার অতিথি ডট কম এর এডমিন ডিরেক্টর ও সুবার সহ-সভাপতি লায়ন ড. সিরাজুল ইসলামের নেতৃত্বে ফ্রী ল্যান্সিং বিষয় প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে & স্হায়ী ক্যাম্পাসে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সুবার সভাপতি ডা: শওকত আরা হায়দার।
© Deshchitro 2024