|
Date: 2024-01-25 12:01:50 |
বন বিভাগের আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতীতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৪৮ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাংটিয়া রেঞ্জের আয়োজনে গজনী বনরাণী রিসোর্ট সেন্টার চত্বরে ময়মনসিংহ বন বিভাগের অধীনে রাংটিয়া রেঞ্জের আওতায় সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লভ্যাংশের এসব চেক বিতরণ করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী বন সংরক্ষক মোঃ সাদেকুল ইসলাম খান। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, কংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীগণ। অনুষ্ঠানে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৪৮ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৬৬৪ টাকার চেক বিতরণ করা হয়।
© Deshchitro 2024