মাঘের কনকনে শীতে বৃষ্টি আর কুয়াশার মেলবন্ধন যেন আটকে দিয়েছে সূর্যের আলোক রশ্মি। চারদিকে হিম বাতাস আর কুঁয়াশার চাদরে ঢাকা। কক্সবাজারে দুপুর গড়ালেও সূর্যের আলো দেখা মিলছে না এখনো।


সারাদেশেই জেঁকে বসা শীতে কাবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। শীতের তীব্রতায় বাইরে মানুষের আনাগোনা কমেছে। লেপ আর কাঁথা মুড়িয়ে সময় কাটাচ্ছে অনেকেই। খুব বেশি জরুরি কাজ না হলে বাইরে বেরুচ্ছে না সাধারণ মানুষ।


আবহাওয়া অফিস গতকাল কক্সবাজারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিলো। আজকে তাপমাত্রা না কমলেও বৃষ্টির কারণে ঠাণ্ডা আর হিম বাতাস বিরাজ করছে সর্বত্র। সেই সাথে দেখা মিলছে না সূর্যেরও।


আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় চট্রগ্রামের বিভিন্ন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুয়াশাবেল্ট দ্বারা দক্ষিণাঞ্চলের অনেক স্থান আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024