প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে নবনিযুক্ত হুইপরা শুভেচ্ছা জানিয়েছেন।


বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গণভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।



এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু)।


একইদিন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সাথেও দেখা করেন চিফ হুইপ ও হুইপরা।


এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) নূর-ই-আলম চৌধুরীকে চিফ হুইপ এবং পাঁচজনকে হুইপ নিয়োগ দিয়ে জাতীয় সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।



রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ পূর্ণমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। আর হুইপ ভোগ করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024