নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০টি দোকান  ভস্মীভূত 


মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :


নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র  বেগমগঞ্জের চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০ দোকান আগুনে পুড়ে গেছে।


শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত  আনুমানিক ৩.৩০ মিনিটের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটিম্যান মাসুদ রানা দৈনিক আজকের বসুন্ধরা কে বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাত দিয়ে মাসুদ রানা জানান, শুক্রবার দিবাগত রাত  আনুমানিক ৩.৩০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় তারা। ফায়ার সার্ভিস এখনও সেখানে কাজ করছে।


তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানান যায়নি। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের বলেও জানান ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024