কক্সবাজারের কুতুব‌দিয়ায় ডাকা‌তির প্রস্তু‌তিকা‌লে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক ক‌রে‌ছে পু‌লিশ।


সোমবার (২২ জানুয়ারি) ভোর রা‌তে দ‌ক্ষিণ ধুরুং হায়দর আলী মিয়া‌জির পাড়া থে‌কে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, মো. মিজান (২৪), আবু সু‌ফিয়ান (২৮), ইমরান হো‌সেন (২৪) ও ইয়া‌সিনুর রশীদ (২০)। আটক ডাকাত‌দের সবার বা‌ড়ি কৈয়ার‌বিল বলে জানা গেছে।


থানার ও‌সি (তদন্ত) কানন সরকার ব‌লেন, সোমবার ভোররা‌তে ডাকা‌তির প্রস্তু‌তি নি‌চ্ছে এমন খবর‌ পে‌য়ে টহল পু‌লিশের এক‌টি টিম এসআই আবু হা‌নি‌ফের নেতৃ‌ত্বে দ‌ক্ষি‌ণ ধুরুং হায়দর আলী মিয়া‌জির পাড়ায় অ‌ভিযান চালানো হয়। এসময় দা, কি‌রিচসহ মো. মিজান (২৪), আবু সু‌ফিয়ান (২৮), ইমরান হো‌সেন (২৪) ও ইয়া‌সিনুর রশীদকে (২০) কে আটক করা হয়। এসময় ডাকাত সরদার মিন্টু পা‌লি‌য়ে যায় ব‌লেও জানান তি‌নি।


আটককৃত‌দের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024