নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২১শে জানুয়ারী) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।


এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল প্রমুখ সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আলোচনা সভা শেষে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে, উপস্থিত সকলে মিলে নৈশভোজে অংশগ্রহণ করেন তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024