|
Date: 2024-01-19 09:57:45 |
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে মারুফ হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা ছানোয়ার হোসেন। ঘটনাটি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া রায়ের ছড়া এলাকায় ঘটেছে।
জানা গেছে, শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় মারুফ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মারুফ হোসেন রায়ের ছড়া গ্রামের মজনু মিয়া মজুর ছেলে। সে বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, শিশুটিকে দুপুর ১২টার দিকে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, সে বিদ্যুতায়িত হয়েছিল।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024