|
Date: 2024-01-18 16:40:40 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত ও ২ জন মাদক দ্রব্য ব্যবসায়ী।
থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার পুলিশের একাধিক দল বৃহস্পতিবার(১৮ জানুয়ারী) পৃথকভাবে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের রুহুল কুদ্দুছের ছেলে কামরুল ইসলাম(৩৫)কে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট ও লাঙ্গলঝাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সজিব হোসেন(১৯) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপর অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী তরুলিয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে ইমাদুল ইসলাম ও কেঁড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024