সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কলারোয়া টু খোরদো সড়কের মির্জাপুর অবস্থিত রানী ভাটার মালিককে ২০ হাজার টাকা ও দুই ডাম্পার ট্রাকটার মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সময় রানী ভাটা সামনের সড়কের বেহাল অবস্থা দেখে সংগে সংগে আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভাটার মাটি সরবরাহ করা ট্রাকের মাটি সড়কে পড়ে জমে থাকার কারণে বৃষ্টির পানিতে ভিজিয়ে কাদামগ্ন হয়। এতে জনগণের চলাচলে বিঘ্ন ঘটে। ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন তার অধীনস্থ ব্রঞ্চসহকারী বৃন্দ ও থানা পুলিশের সদস্যবৃন্দ প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024