জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন ছোটমানিক এলাকা থেকে মাদক সম্রাট মনিরকে নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (১৭ জানুয়ারি)  রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মনিরের নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং নিজ বাড়ির গরুর ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে সুরঙ্গের মধ্যে মধ্যে লুকিয়ে রাখা ১১৬ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক সম্রাট মোঃ মনির হোসেন (৩৪), ছোটমানিক গ্রামের মিজানুর রহমান মিনুর ছেলে।

বৃহস্পতিবার (১৮) জানুয়ারি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত  মনির হোসেন একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মনির সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024