|
Date: 2024-01-15 15:41:53 |
জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের অন্তর্গত বানদিঘী গ্রামের মাত্রায় টু গোবিন্দগন্জ রোডে রাস্তার উপর থেকে ২৪০ পিচ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত হলেন কালাই উপজেলার উত্তর-তেলিহার গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে আব্দুল গাফফার (৩৮)
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ান্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে কালাই উপজেলার মাত্রায় টু গোবিন্দগঞ্জ রোড হইতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ নুরুল ইসলাম, সঙ্গীয় এএসআই (নি:) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে
© Deshchitro 2024