পরিবার ও শিক্ষার্থীদের কাছে টুসি নামেই পরিচিত তিনি। পড়াতেন ইংরেজি সাহিত্য। বাবা ছিলেন জনপ্রিয় রাজনীতিবিদ। বাবার অবর্তমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বাবার আসনে সরাসরি ভোটে অংশ নিয়ে জয়ী হয়েছেন। এই জয় তাঁকে শিক্ষাঙ্গন থেকে নির্বাচনী এলাকা পেরিয়ে নিয়ে এসেছে দেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রুমানা আলী।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে সরাসরি ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। রুমানা আলীর টুসির বাবা সাবেক সংসদ সদস্য প্রয়াত রহমত আলী। গাজীপুরের শ্রীপুর ও সদর আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর রাজনীতিতে আসেন মেয়ে রুমানা আলী টুসি। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার নির্বাচনী আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন তিনি। রাজধানীর নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যে শিক্ষকতা করতেন তিনি।


১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রহমত আলী মাত্র দুই বছর প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকেই তার নির্বাচনী এলাকাসহ ব্যাপক উন্নয়ন করেন। তারই ধারাবাহিকতায় এবার মেয়ে রুমানা আলী টুসিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024