১৩২ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।  স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ও সাবেক দুইবারের এমপি আমানুর রহমান খান রানা ৮২  হাজার ৭৪৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ (নৌকা) প্রতীকের প্রার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান ৬৯ হাজার ৩৫ ভোট পেয়েছেন।  



এ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে চার প্রার্থীর।  জামানত বাজেয়াপ্তরা হলেন- জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকের প্রার্থী আব্দুল হালিম। তিনি পেয়েছেন ৭৮৮ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম-নোঙ্গর) প্রতীকের প্রার্থী জাকির হোসেন। তিনি পেয়েছেন ১৫০০ ভোট, বাংলাদেশ সাম্যবাদী দল (চাকা) প্রতীকের প্রার্থী সাখাওয়াত খান সৈকত। তিনি পেয়েছেন ২৩৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (আম) প্রতীকের প্রার্থী হাসান আল মামুন সোহাগ। তিনি পেয়েছেন ২৫২ ভোট। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024