|
Date: 2024-01-07 15:01:15 |
চট্টগ্রাম-১০ আসনের খুলশী - পাহাড়তলী এলাকায় নৌকার ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে ।
রবিবার (৭ জানুয়ারি) বেলা ১০ টা ৩০ মিনিটের দিকে ভোট চলাকালে পাহাড়তলী ঝাউতলা ওয়ারলেস কলোনি হাই স্কুল কেন্দ্রর
সামনে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। তারা দুইজন স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মনজুর আলম মঞ্জুর কর্মী বলে জানা গেছে। গুলিবিদ্ধে আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্হানীয়রা জানায় নৌকার প্রাথী মো. মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শুরু হলে তা পাহাড়তলী কলেজ এলাকা ছাড়িয়ে
সংঘর্ষ খুলসি জাকির হোসেন রোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, উভয়পক্ষের গুলিবিনিময় হয়েছে কি না আমরা জানি না। দুইপক্ষের মারামারিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। নিশ্চয়ই এখানে অবৈধ অস্ত্র ব্যবহার হয়েছে। গুলির ধরন দেখে বোঝা যাচ্ছে এটি পিস্তলের গুলি।
© Deshchitro 2024