|
Date: 2024-01-06 15:45:42 |
নিজ স্বা'র্থে যারা গি'র'গি'টি'র থেকেও দ্রুত রং বদলায়
তারা কখনো অন্যের ক্ষ'তি করতে গিয়ে দ্বিতীয় বার ভাবে না, বরং তারা অন্যের ক্ষ'তি সাধনের জন্য সবসময় উ'দ'গ্রী'ব হয়ে থাকে, ভালো নিয়ে চিন্তা করার কথা তাদের ভাবনাতে উঁকিও দেয় না, কারণ!
তারা শুধু জানে সবকিছুর উ'র্ধ্বে তাদের স্বা'র্থ;
স্বা'র্থ'প'র মানুষের জন্য আপনি ষোলো আনা করলেও তারা আপনার জন্য এক আনাও করবে না, আপনি তাদের জন্য ষোলো আনা ছাড় দিলেও তারা আপনার জন্য এক আনাও ছাড় দিবে না, আপনি উপকার করার পরক্ষণেই তারা আপনার উপকার ভুলে যাবে, যে জায়গায় তারা এক আনা ছাড় দিলে আপনার ষোলো আনা পাওয়ার চান্স থাকবে সে জায়গায় তারা কৃতজ্ঞতার বশবর্তী হয়েও আপনাকে এক আনা ছাড় দিবে না, কারণ তারা শুধু নিজেরটুকু বুঝে নিতে শিখেছে, অন্যের না-পাওয়ার নিয়ে তাদের উপলব্ধি জাগ্রত হয় না;
স্বা'র্থ'প'র মানুষগুলো অ'স্ত্র'ধা'রী মানুষের চেয়েও বড় অ'প'রা'ধী, কু'খ্যা'ত খু'নি'দে'র থেকেও ভ'য়'ঙ্ক'র, এই মানুষ গুলো আপনার নীলদারাটা পিছন থেকে এমন ভাবে ভে'ঙে গুঁ'ড়ি'য়ে দিবে যে আপনি উঠে দাঁড়ানোর মত শ'ক্তি আর এই জীবনে সঞ্চয় করে উঠতে পারবেন না, তাই যখনই বুঝতে পারবেন আপনার পাশের মানুষটি স্বা'র্থ'প'র, তখনই তার স'ঙ্গ ত্যা'গ করুন, তার সাথে নি'রা'প'দ দূ'র'ত্ব বজায় চলুন, মনে রাখবেন! এসব মানুষ নামের অ'মানুষ গুলোর সাথে কোনো না কোনো ভাবে আপনার আপন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু এই অ'মানুষ গুলো কখনো আপনার আপনজন হয়ে উঠতে পারবে না, কারণ! তারা কোনোদিনও নিজের স্বা'র্থের বাহিরে গিয়ে আপনার জন্য কিছু করার কথা ভাবনাতেও আনবে না, তাই এই ধরনের মানুষের সাথে পথ চলতে গিয়ে তাদের জন্য কিছু করে তাদের মধ্যে মানবিক দিক জাগ্রত করার বৃ'থা চেষ্টা করে নিজেকে আর যাইহোক মা'ন'সি'ক রো'গী'তে পরিনত করতে যাবেন না, মনে রাখবেন! স্বা'র্থ'প'র মানুষ কখনো কোনোদিন মানবিকবোধ সম্পন্ন মানুষ হয় না।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024