আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধ 

প্রতিবছরের ন্যায় এবারও এতিম অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখা।
আজ ৪ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়ায় অবস্থিত শেরপুর জামিয়া কারীমিয়া মাদরাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখার ম্যানেজার, এ.এস.এম. রবিউল ইসলাম (এসপিও), অপারেশন ম্যানেজার, মোঃ আল ইমরান, (এসপিও),  বিনিয়োগ ইনচার্জ, মোঃ সৈকত হাসান।
আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ, অত্র মাদরাসার জমিদাতা, কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মাদ গোলাম মোস্তফা (গোল্ডেন), মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মাদ রজব আলীসহ আরো অনেকে।    
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখার ম্যানেজার, এ.এস.এম. রবিউল ইসলাম তার বক্তৃতায় বলেন, পৌষ মাসের কনকনে ঠাণ্ডা বাতাসের দাপটে শীত সবাইকে জেঁকে ধরেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অসহায় এতিম শিশু শিক্ষার্থীদের। এরফলে, ব্যাঘাত ঘটে তাদের পড়ালেখায়। শীতার্ত এসব অসহায় ও এতিম  শিশু শিক্ষার্থীদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়াল আল-আরাফা ইসলামী ব্যাংক। সেই সাথে তিনি এমন মানবিক কাজে এগিয়ে আসায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে ধন্যবাদ জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024