দীর্ঘ নয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক।


দীর্ঘ নয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ম্যানেজার  নুর আহমেদ ভূঁইয়া
বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সকাল ৮:৩০ টার সময় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১:৩০ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি)।
এর কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষায় রয়েছে কয়েক শ গাড়ি। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড ছাড়িয়ে প্রায় চার কিলোমিটার এলাকায় গাড়ির লম্বা লাইন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর দৌলতদিয়া প্রান্তে যানবাহনের এত বড় লম্বা লাইন দেখা দিল। এসব গাড়ির যাত্রীরা নয় ঘন্টা বেশি ধরে আটকে রয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024