সাতক্ষীরা'র সন্তান অর্ণব মন্ডল খুলনা মার্শাল আর্ট স্কুল, খুলনা'র শিক্ষার্থী অর্ণব মন্ডল খুলনা বিভাগ থেকে একা যেয়ে চট্টগ্রামে গত ২৯ ডিসেম্বর ২০২৩ 'ভিক্টোরি ডে কারাতে কম্পিটিশন' ২০২৩ এ কাতায়(প্রদর্শন) ব্রোঞ্জ মেডেল এবং কুমিতে (ফাইট) সিলভার মেডেল অর্জন করেছে।




এই দিয়ে ২০২৩ সালের ৩য় অর্জন সাতক্ষীরা'র কৃতি সন্তান অর্ণব মন্ডল।


তিনি সাতক্ষীরার আশাশুনি থানার টেংরাখালী গ্রামে জগদীশ চন্দ্র মন্ডল ছেলে অর্ণব মন্ডল (১৮), সে ২০২৩ সালে পুলিশ লাইন স্কুল, খুলনা থেকে এসএসসি পাশ করেছেন। বর্তমানে খুলনা রূপসা কলেজ এর ইন্টার ১ম বর্ষের ছাত্র।


প্রতিবেদন: পার্থ দাস

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024