যুক্তরাজ্যের বিখ্যাত বার্মিংহাম শেয়ার নিউ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে মোরেলগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ তাওহীদুল ইসলাম ওরফে নয়ন। 
কৃতিত্ব অর্জনকারী তাওহীদ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ড উত্তর সরালিয়ার বাসিন্দা মোরেলগঞ্জ টাউন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক (অব.)মাস্টার মো. লুৎফর রহমান মোল্লা ও মৃত মোমেনা দম্পতির একমাত্র ছেলে। 
গত চলতি বছরের ৭ সেপ্টেম্বর ওই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়। 
 ছোটবেলা থেকেই মোহাম্মদ তাওহীদুল ইসলামের স্বপ্ন ছিল কোন উন্নত দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার। তাই তাওহীদ  বাংলাদেশ থেকে এইচএসসি পাশ শেষে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। তিনি ২০১৬ সালে লন্ডনের বিখ্যাত আ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয় থেকে ভাল ফলাফল করে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ তাওহীদুল ইসলাম ২০১৯ সালের মাস্টার্স পরীক্ষায় কৃতকার্য হলেও করোনা এবং লকডাউন এর কারণে যুক্তরাজ্যে 
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে  কোন  সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। ফলে  চলতি বছরের  ৭ সেপ্টেম্বর তাদের সমাবর্তন অনুষ্ঠিত হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান তাওহীদ উন্নত শিক্ষার জন্য সর্বোচ্চ পরিশ্রম করে এ ফলাফল অর্জন করেছেন। 
মাস্টার্স পরীক্ষার ভালো ফলাফলের জন্য সে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং  আত্মীয়-স্বজন ও সহপাঠীসহ সকল শুভাকাঙ্খীর কাছে 
দোয়া চেয়েছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024