কক্সবাজারের কুতুবদিয়ায় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের পিল্লারপাড়া এলাকার বেড়িবাঁধের ঢালুতে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে এসব উদ্ধার করে।


এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এসব অবৈধ অস্ত্রধারী কারা খোঁজ নিচ্ছি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024