|
Date: 2023-12-30 06:21:24 |
বিজয়ের মাসে শব্দায়ন আবৃত্তি একাডেমি মহান বিজয় দিবস উদযাপন করল বিজয় আমার স্বাধীন সূর্যভোর নামের অনুষ্ঠানের মাধ্যমে।
শুক্রবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, প্রশিক্ষকদের আবৃত্তি, কথামালা, গল্প পাঠ, সংগীত চলে সন্ধ্যা পর্যন্ত। যেখানে উচ্চারিত হয় বিজয়ের জয়গান।
শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও সবকিছু থেকে এখনো মুক্ত হতে পারেনি। তাই মুক্তির সংগ্রাম এখনো চলছে।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মকবুল আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম। এসময় কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি আসিফ নুর, শামীম আক্তার এবং সজল কান্তি দে।
পরে শব্দায়ন আবৃত্তি একাডেমির পঞ্চম আবর্তনের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
© Deshchitro 2024