কক্সবাজার ফিসা‌রিঘা‌টে ইলিশ মাছসহ অন‌্যান‌্য মা‌ছের দাম কিছুটা ক‌মে‌ছে।


ফিসা‌রিঘা‌টে একের পর এক ছোট, মাঝা‌রি ও বড় ট্রলারগু‌লো মাছ নি‌য়ে সাগর‌ থে‌কে ফির‌ছে। শুক্রবার সকা‌লে ঘা‌টে কথা হয়

মা‌ঝি দুলাল জলদাস, মিটন দাসসহ বেশ ক‌য়েকজন জে‌লে‌র সা‌থে। তারা জানান, এখন লা‌ভের মুখ দেখ‌ছেন তারা। একেক‌টি মাঝা‌রি আকা‌রের ইঞ্জিন ট্রলা‌র যেগু‌লো সাগ‌রে ২ দিন অবস্থান ক‌রে সেরকম একে‌কটি ট্রলার ৩ থে‌কে ৪ লাখ টাকার মাছ পা‌চ্ছে ব‌লে জানান জে‌লেরা।

এদি‌কে বড় ট্রলারগু‌লো থে‌কে যেসব ব‌্যবসায়ীরা ছোট ট্রলারে ক‌রে মাছ কি‌নে আনেন তারা জানান, বর্তমা‌নে ছোট আকা‌রের ১ মণ ইলিশ ২০ থে‌কে ৩০ হাজার টাকা, মাঝা‌রি আকা‌রের ইলিশ ৬০ থে‌কে ৭০ হাজার টাকা এবং বড় আকা‌রের ১ মণ ইলিশ ১ লাখ টাকায় কেনা বেচা হ‌চ্ছে।

সাম‌নে সাগ‌রে আরো বে‌শি প‌রিমা‌ণে ইলিশ ধরা পড়‌লে ইলি‌শের মাদ আরো ক‌মে আস‌বে ব‌লে জানান জে‌লে ও মাছ ব‌্যবসায়ীরা।



এদি‌কে, কক্সবাজার ফিসা‌রিঘা‌টে টুনা বা সুরমা মাছ আকার ভে‌দে প্রতি কে‌জি ২০০‌ থে‌কে ৩০০ টাকা, কোরাল ৭০০‌ থে‌কে ১ হাজার ২০০ টাকা, গুইজ্জা মাছ ২৫০ থে‌কে ৪৫০ টাকা, শাপলা পাতা ২০০ থে‌কে ৪০০ টাকা, কৈ কোরাল ৩০০ থে‌কে ৪৫০ টাকা, লাল কোরাল ৬০০‌ থে‌কে ৭৫০ টাকা, মামু‌দ্রিক পাঙাস মাছ ২৫০ থে‌কে ৪৫০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে। পাইকা‌রি ছাড়াও কক্সবাজার ফিসা‌রিঘা‌টে খুচরাভা‌বেও মাছ বি‌ক্রি হ‌চ্ছে। ত‌বে সে‌ক্ষে‌ত্রে ক্রেতা‌দের কে‌জি‌তে ২০ থে‌কে ৫০ টাকা বে‌শি গুন‌তে হ‌চ্ছে।


জে‌লে ও ব‌্যবসায়ীরা আশা কর‌ছেন সাম‌নের দিনগু‌লো‌তে সাগ‌রে আরো বে‌শি মাছ ধরা পড়‌বে। এতে মা‌ছের দম আরো ক‌মে আস‌বে এবং তারা আরো‌ বে‌শি ল‌া‌ভের মুখ দেখ‌বেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024