কক্সবাজার বিমানবন্দরের স্কেনারে ধরাপড়েন এক মাদক পাচারকারী রবিউল ইসলাম। ইয়াবা পাচারের উদ্দেশ্যে কিনেছেন ভাল জুতু আর প্যান্ট-শার্ট। যথারীতি জুতায় বিশেষ কায়দায় ইয়াবা বহন করে যাচ্ছিলেন ঢাকায়। সে পেশায় একজন রাজমিস্ত্রি।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বিমানবন্দর সিভিল এ্যাভিয়েশনের অপারেটর বাবু রায়ের দক্ষতায় প্রবেশ গেইটের স্ক্যানার মেশিনে ধরা পড়েন। পরবর্তীতে বিশেষ কায়দায় জুতার ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করেন পুলিশ, এপিবিএন ও এনএসআই গোয়েন্দারা।


আটক রবিউল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার আবুল কাসেমের ছেলে। তার জুতা থেকে উদ্ধার হয়েছে ২ হাজার ৯২৯ পিচ ইয়াবা।


বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের জেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রাখেস চক্রবর্তী বলেন- প্রবেশ গেইটে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকে সিভিল এ্যাভিয়েশন। যার কারনে মাদক চোরাচালানসহ যেকোন ধরনের অবৈধ পণ্য ধরা পড়ছে। এরআগেও ইয়াবা আমরা আটক করেছি। পাচারকারী ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করলেও আমাদের কর্মীরা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামা বলেন- সিভিল এ্যাভিয়েশনের স্ক্যানারে ধরা পড়া মাদক ও পাচারকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024