|
Date: 2023-12-28 06:34:13 |
শেয়ালের রস চুরি জাকারিয়া আহমেদ
শীতের ভোরে ছুটছে শেয়াল
যাবে মামার বাড়ি
যাবার পথে খেজুর গাছে
দেখলো মেলা হাঁড়ি।
দুষ্ট শেয়াল মিষ্টি হাসে
এদিক-ওদিক ফিরে
একটা হাড়ি নিয়ে যাবে
বিদেশ মামার নীড়ে।
নাচতে নাচতে ছুটছে শেয়াল
রসের হাঁড়ি নিয়ে
মামির হাতে চিতোই খাবে
খেজুর গুড় দিয়ে।
পথিমধ্যে বটের তলায় বসা দেখলো
টম নামের পুলিশ
ঘেউ ঘেউ করার আগে দাওয়াত দিলো
করো না কিন্তু নালিশ।
দাওয়াত পেয়ে খুশি হলো
ছুটছে শেয়াল আর টম
হাঁড়ির উপর বসে চড়ুই
খাচ্ছে রস, বন্ধ করে দম।
আলাপ পেয়ে দুষ্ট শেয়াল
মারলো মাথায় বারি
চড়ুইর গায়ে লাগলো না
ভাঙলো মাটির হাঁড়ি।
দুঃখ পেয়ে কাঁদে দু'জন
শরীর গেলো ভিজে
রসের ঘ্রাণে আসলো পিঁপড়া
মজা খাবে কি যে!
পিঁপড়া ভয়ে দ'জন মিলে
দিলো পুকুরে লাফ
চড়ুই বলে," দেখো সবাই, শুনে রাখ
চুরির হয়না মাফ।"
© Deshchitro 2024